কবিতায় মীনাক্ষী চক্রবর্তী সোম

ঝড় থেমে গেলে
সমস্ত গায়ে অভিমান মেখে রাগ এসেছিল সেদিন
রোদ্দুর ঢেকেছিল মেঘের ঘনঘটা
তিরতির করে বয়ে চলা নদীটি
নিস্তরঙ্গ হয়ে দেখেছিল ঝড়
কাকলি ভুলে পাখিরা সংকুচিত করেছিল পালক
স্তব্ধতায় ডুবেছিল বাতাসের কোলাহল।
ঝড় থামলে বৃষ্টিরা মুক্তোদানার মত
ছড়িয়ে পড়ে ঘাসে
আনন্দে ময়ূর নেচে ওঠে তখনই
প্রবল জলোচ্ছ্বাস বয়ে আনে সৃষ্টির আগাম বার্তা
হঠাৎ রুদ্র রোদ্দুর আসে দাপিয়ে
শান্ত নীড়ের খোঁজে বৃষ্টি পিছিয়ে যায় দূরে,
ক্রমে অনেক দূরে, নীল-সবুজের মিলন রেখায়
স্নিগ্ধ চোখে কবি দেখে নিত্য কালের খেলা
কবি একাই শোনে ছন্দ বর্ণের পদপাত
একদিন মোহনায় মিশে যাবার অদম্য আশায়
হেসে হেসে মেঘেরা নেমে আসে
বৃষ্টি হয়ে কবির কাছে॥