কবিতায় মীনাক্ষী চক্রবর্তী সোম

জোড়ালো প্রত্যয়
বন্ধু তোকে ছেড়ে দিয়ে উড়তে দেখি
দিনের শেষে ফিরিস যদি
বুঝব তবে সাথে আছিস।
বেঁধে রেখে লাভ কিছু নেই
একথাটা তুইও জানিস
সুতোবিহীন এমন বাঁধন
ভোকাট্টা হবার ভয়হীন।
প্রতিদিন এক এক করে গ্রন্থি দিই
জোড়ালো প্রত্যয়ে
একই আকাশের সামিয়ানা তলে
দেখা হবে নিশ্চয়ই।
সম্পর্ক আগলে রাখি সঙ্গোপনে ভালোবাসায়
ধনীর ধন কিনতে নারে হৃদয় যখন জড় হয়
রঙিন সুতোয় গড়ছি সেতু যোজন দূরত্ব মসৃণ
স্মৃতির পাতায় কোমল কুঁড়ি
সোহাগ মাখা অকৃত্রিম॥