ক্যাফে কাব্যে মঞ্জুশ্রী চক্রবর্তী

হৈমন্তী
দূর থেকে ভেসে আসে যৌবনের জলতরঙ্গ…
চালসে পড়া চোখে পিছনে তাকাই…
ঝকঝকে আলোয় ঝলমলে দিন,
রঙিন ফুলে কত না ভ্রমরের আনাগোনা,
মৌমাছির তীব্র চুম্বন, কীটের দংশন…
তারপর একদিন নিঃশেষিত মধুভান্ডার!
এখন হৈমন্তী বিকেলে ঝুপ করে নামে
গোধূলির ছায়া, বুকে জমা হয় মেঘ,
বিষাদের সুর বাজে পুরবীর রাগে।
হিমেল হাওয়ায় শিরশিরে কাঁপন,
শরীরে হিম কুঞ্চিত ভোরের জড়তা,
মনে শীতঘুমের আশঙ্কা। তবু…
হিমেল রাত এখনও স্তিমিত আলোয় দীপান্বিতা।
আকাশগঙ্গা বিছিয়ে দেয় স্নিগ্ধ আলোপথ।
পাতা ঝরার ঋতুই তো ভরন্ত হয় নবান্নে।