কবিতায় মল্লিকা চক্রবর্ত্তী

জন্মভূমি মা
তোমার কোলে জন্ম আমার,
তোমার দেওয়া খাই ;
তোমাকে ছেড়ে আমি মাগো
কোথাও নাহি যাই।
যাবো না কেনো তোমারই
সে পিঠে, তোমার বুকেই,
অনেক করেছি দামাল পোনা
কতো অন্যায় করেছি মা,
হাতেতে সে যাবে না গোনা!
মা বলেই সয়ে গেছো তুমি
বকা দাওনি, যাওনি রেগে,
মারোনি তো একটাও চড়;
প্রবল গতিতে এসে বেগে!
তোমার ফুলে, তোমার ফলে,
হৃদয়টা মোর মিশিয়ে নিলাম ;
নয়ন বারি মোর ছুঁইয়ে দিয়ে
তোমার রাঙা চরণ দুটিকে
আজ নিজে সাজিয়ে দিলাম।।