|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় মঞ্জুশ্রী চক্রবর্তী

বাইশে শ্রাবণ

জোড়াসাঁকো থেকে শ্রাবণ মেঘের চিঠি
এসে পৌঁছলো শান্তিনিকেতনের আকাশে।
বাতাস সুরে সুরে শুনিয়ে গেল…
“আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে”

অব্যক্ত যন্ত্রনায় কাঁপন উঠলো ছাতিম শাখায়,
রাঙামাটির পথ মেঘের অশ্রুপাতে হলো ধারাস্নাত। হাহাকার প্রতিধ্বনিত হয়ে ফেরে শূন্য উদয়ন,
শ্যামলী, উদীচী, বিচিত্রার চিত্রিত দেওয়ালে!

আবারও বাতাস কানে কানে বলে গেল…
“কে বলে গো সেই প্রভাতে নেই আমি?”

কলকল্লোলে বেজে উঠলো আনন্দ রাগিনী,
কদমের শাখায় শাখায় সুন্দরের আয়োজন,
শ্রাবণের গান কণ্ঠে নিয়ে প্রস্তুত হলো
ভুবনডাঙার ব্যপ্ত আকাশ,
এই নবধারা জলেই হবে তাঁর বরণ…

তাই তো আজও প্রতি বছর এই দিনে
চারাগাছগুলো কচি সবুজ দুহাত বাড়িয়ে
বৃষ্টিরোদের সোনা রঙে লুকোচুরি খেলে,
আর তাঁর প্রিয় নিকেতনে তিনি দেখেন…
“সবুজের অভিযান “।

Spread the love

You may also like...

error: Content is protected !!