কবিতায় মালা চক্রবর্তী

খুঁজে নিতে দিও
এত যে রাতদিন লিখে চলো তাকে
সকালের প্রাতরাশ থেকে রাতের রূপচর্চা
কিচ্ছু যে বাদ যায় না!
জানো না, গল্প ফুরিয়ে গেলে
নটেগাছ মুড়োয়
শেষটা একরঙা ব্যাক কভার অথবা রঙ্গমঞ্চে চোখের সীমানা টেনে দেওয়া যবনিকা।
তোমার ফুরিয়ে যাওয়ার ভয় করে না!
সবটা চিনিয়ে দিও না
কিছুটা গোপন, অব্যক্ত থাকুক না- হয়
কিছুটা তাকেও খুঁজে নিতে দিও।