।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়

ভাসিয়ে দিলাম চিঠি

হে প্রিয় সমুদ্র
তোমার নিথর উঠোনে আমি যে
তাঁবু ফেলে বসে আছি ।
তোমার জলকাছারির উত্তাল পথে
যে ঢেউ আছড়ে পড়ছে তার ছোঁয়ায়
একটু একটু করে আমার বাঁচার দিন বাড়িয়ে তুলেছে ।
বড় লোভ হয় , তোমার দুধ সাদা ফেনায়
শ্বেতপরীর বেশে ঠিকরে পড়ুক
তোমার বুকে আমার লাবণ্য ।
পৃথিবীর সব দড়জা বন্ধ করে দেবো।
বৃষ্টিধারায় নষ্ট চুম্বন তুলে রাখবো
জোৎস্নার ওষ্ঠে ।
সমস্ত ভাবনা দিয়ে বন্ধ করে দেবো
তোমার কোলঘেঁষা সাক্ষিগোপাল পাহারটির চোখ ।
নীল ঝর্ণার কাছে লুকিয়ে রাখবো
তোমায় পাঠানো এই চিঠি ।
অনন্তকাল ভেসে থাকতে পারি তোমার বুকে ।
প্রিয়তমেষু …

একটি মঞ্চ

ছেলেটি কবিতা পড়তে এসেছিল
সাথে ছিল একবুক কালিমাখা আশা
কয়েক টুকরো কাগজ আর একটা চাবি ।
চারিদিকে কত শত সাজানো ঝাপসা বাণী
তারমধ্যে সেবকের স্বাস্থ্যবান বক্তৃতার প্রশ্রয়ে ক্লান্ত মঞ্চ
আর ঠিক তখনই সময়ের বুকে উঠছে চিনচিনে ব্যথা ।
অবশেষে অযাচিত সে যখন মঞ্চে
অনায়াসে কবিতা হয়েছে সুসেদ্ধ।
হাতে তার সুরক্ষিত চাবি
অপেক্ষায় পথ চেয়ে চারটে পাকস্থলী ।
তার দোকান খোলা হলো না …
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।