T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়

তারপর
তারপর
ভিতরে পোষা থাকে যদি হিংসা ,যা তুমি বুঝলে না।
মুখের মিষ্টতায় তুমি আবৃত রয়ে গেলে।
তারপর
কি হবে! বড়জোর বদনাম, মন খারাপ , এক ঘরে ,আর এর থেকে অনেক কিছু।
তারপর
তুমি যেভাবে পারো যদি মারতে চাও মারো।
বুলেটে বা কুপিয়ে বা কম্পালসারি ওয়েটিং
কিভাবে মারছো সেটা তে কি যায় আসে।
তারপর
একদিন আসবে যেদিন রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবে তো!
ভিতরে পোষা হিংসা, বুলেটের চেয়ে ক্ষতিকর।
তারপর
ঘুন ধরা শিক্ষা , দুর্নীতি,সংস্কৃতি ,মেঘ ,বৃষ্টি, জমা টাকা, জমা জল
বুকের বাঁ দিকে বসিয়ে দেবে প্রেসমেকার।
তারপর
সকাল আর আসবে না।