T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় মলয় বন্দ্যোপাধ্যায়

অচিন্তনীয়
যেখানে কাশ ছুঁয়েছে আকাশ
যেখানে রোদ নরম আলো
যেখানে বাতাস বৃষ্টি সোঁদা
সেখানে নরম কলমি ফুল
নীলচে আভা সেখানে খুঁজি আজকে তোমার আগমনি
কেমন তোমার রূপের আলো
অজানা ও অচিন্তনীয়
তাই দিয়েছি জলের দাগ
মন্ডলে ও কাশের বনে
চামর হয়ে দুলছে শরত
তোমার পুণ্য স্তবগানে
লাল করবী পদ্ম জবা
দ্রোণের মতো অপাংতেয়
আমার পূজার নৈবিদ্য এই
যৎকিঞ্চিৎ ভালোবাসা
জন্ম জন্ম তোমার সেবা।