কবিতায় ডা:মধুমিতা ভট্টাচার্য

মিষ্টি স্মৃতি
আমার মেয়েবেলার
আলোয মাখা দিনগুলো-
হারিয়ে গেল কোথায় যেন,
স্মৃতি বাক্সে জমছে ধুলো।
তবু কিছু মনে পড়ে-
ছোটবেলার মধুর স্মৃতি,
ছোটবেলার গ্রামের বাড়ি,
চারিদিকের বনবীথি।
গ্রামের মাঝে ছোট্ট নদী
তারই চরে হলুদ বালু-
এদিক ওদিক লাল কাঁকড়া
বাতাস সেথা আলুথালু।
বাড়ীর পাশের ফুলের বন,
জঙ্লী ফুলের মিষ্টি রঙ,
তারই মাঝে পাখির মেলা-
পোষা মিনির কতই ঢঙ !
উঠোন মাঝে চকের দাগ,
জমত সেথায় এক্কা দোক্কা,
ছোট ছোট মিষ্টি কথা
মায়ের কত বকা ঝকা ।
ফিরবে না যে আর কখন সোনালী ঐ দিনগুলো-
মেয়েবেলার খুনসুটি আর সোজা সাপটা ভুলগুলো।