কবিতায় মমতা ভৌমিক

বসন্ত এসে গেছে
সাজলো যখন এই পৃথিবী পলাশ ফুলের সাজে
তোমার কাছে শেখা গানই আমার কানে বাজে
মাতাল হলো বাতাস যখন পরাগরেণু মেখে
সুখ খুঁজে এ মন উচাটন চোখেতে চোখ রেখে
এসো আমার প্রাণের মাঝে প্রণয় আবির হাতে
সকল আবিলতা ধুয়ে বসন্ত প্রভাতে
এসো প্রিয় রাঙিয়ে দিও হৃদয় এ আবিরে
পুষ্পসাজে তৈরী রাধা যাবেই অভিসারে
বসন যখন বাসন্তী রঙ বিরহীনীর সাজ
এসো গো শ্যাম রাধার সাথে হোলি খেলো আজ।