কবিতায় মৌ ভট্টাচার্য্য

সুন্দর হলে তুমি
সুন্দরের আয়োজন সর্বত্র
কিন্তু, দেখার মন কোথায়?
সময়ের পেন্ডুলামে, জীবনের তাগিদে
কেবলই ছুট্ ছুট্ আর ছুট্
এক লহমা থামার উপায় নেই,
ভাবার উপায় নেই,
যা করছি, যা বলছি, যা দেখছি সেগুলো মনের অলিন্দ ছুঁয়ে, হৃদয়ের অন্দরে
আদৌ প্রবেশ করল কিনা!
আবেগকে লুকিয়ে রেখে,
নকল হাসি দেখিয়ে,
“ভালো আছি” বোঝানোর বিকল্প প্রয়াস।
গল্পগুলো সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারলেই, সফলতার তকমা বাঁধা।
এলোমেলো ভাবনাগুলো নেহাতই পাগলামী
তবু, কিছু মানুষ আছে,
যারা এই পাগলামিগুলোকে আপন করে নিতে জানে
আর তাই হয়তো আকাশ জুড়ে
রামধনু ছড়িয়ে পড়ে আনন্দে,
আর, তাই হয়তো, কালো মেঘের বুকে
সাদা বকের সারি, আজও উড়ে যায়।