গল্পে মমতা ভৌমিক

উত্তরাধিকার
বাড়ির একতলাটা নিজের নামে মিউটেশনের পর দাদাদের সবাইকে লাঞ্চে ডেকেছিল দীপাবলী। আর একবার নাকে কেঁদে বলল, “মাকে আর একটু বড় হাসপাতালে দিলে বেঁচে যেতো বল দাদা? ” দাদা উদাস হয়ে উত্তর দিল “আমারও তাই মনে হয়। ” বৌদির মুখে অসহায় ছাপটা বেশ উপভোগ করার জন্যই প্রসঙ্গ উত্থাপন। উত্তর আসলো দাদার মেয়ে রিয়ার কাছ থেকে। “দিতেই পারতে। বাবা না হয় বাইরে ছিল। আমি আর মা তোমাদের সব জানিয়েই সব কিছু করেছি। তোমার তো মা, তুমি নিজে অন্য বড় হাসপাতালে নিয়ে যেতে পারলে না? দায়িত্ব নেওয়ার বেলায় আমার মা। আবার কথাও শোনাবে তাকেই! দাবি যখন সমান তখন দায় স্বীকার করতে শেখো। ” দীপাবলীর মুখের ভূগোল বদলাতে থাকে ইতিহাসের পুনরাবৃত্তিতে।