• Uncategorized
  • 0

মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার 

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৩
বিষয় – মনমাঝি / মধুমাস

সূর্য উঠবে ঠিক

মনমাঝি রে, তোর উপরেই জীবন-তরীর ভার
উথাল পাথাল জোয়ারে ভাই ঠিক রাখিস দাঁড়।
মাঝিরে তোর নৌকাখানা সামলে বেয়ে চল্
সত্ত্ব রজ,তমোগুণে তরী করে যে টলমল।
মোহের বাতাস দিবানিশি প্রলয়বেগে ধায়
কখন যে ডোবে তরী বোঝা বড় দায়,
সুখের জোয়ার এলে খুলে দেখ তোর চোখ,
বেসামাল বাই়লে নৌকা কে দিবে তোর রোখ?
শক্ত হাতে বৈঠা ধরে সামনে দ্যাখ তোর পথ
লক্ষ্যটা তোর সঠিক হলে পূরবে মনোরথ।
দ্যাখ রে চেয়ে ঈশান কোণে জমাট কালো মেঘ
আসছে ধেয়ে তুফান ভারী দারুন গতিবেগ!
জীবন-নদে এমনি করেই ঝড়তুফান যে বয়
নিয়ম-নীতির সামাল দিলে জানিস সুফল নিশ্চয়।
মন মাঝি তুই ঝড় তুফানে বুকে রাখিস বল,
তুফান শেষে দেখবি চেয়ে ধরা ঝলমল।

হঠাৎ জোয়ার এলে দেখিস আনন্দে বয় বায়
অনুকূলে ভেসে যাবি যেমন যাওয়া যায়।
ভাটার টানে চলতে গেলে পদে পদে ফল,
জোয়ার শেষে সেথায় এসে থমকে দাঁড়ায় জল।

মনে রাখিস মন মাঝি তুই জল উপরে সমতল,
ভিতরে তার কাদা বালি ধরে নানান ছল।
হঠাৎ কখন গভীর জলে থৈ না পেলে হাল,
পথের দিশা ঠিক রেখে তুই তুলে ধরিস পাল।
আনমনেতে বিপথ গেলে দুঃখ বালির চড়,
নৌকাখানা আটকে গেলে লক্ষ্য তাসের ঘর।
গভীর জলে হাঙ্গর কুমির হিংসা দেশের বাস
সুযোগ পেলেই গিলে খেয়ে জীবন‌ করবে নাশ।
লাগাম কষে বৈঠা ধরে বস রে তরীর ‘পর,
শত চেষ্টাও ভাই গিলতে পারবে না তোর ধড়।
মাঝিরে তোর ভাঙা না’য়ে রতির ফুটোয় জল,
জল ছেঁচে তুই তাড়াতাড়ি উজান পানে চল্।
নৌকা যে তোর বাতাস লেগে এগিয়ে পাবে পাড়,
জ্ঞান-বুদ্ধি আর বিবেকটাকে দিয়ে রাখিস ধার। নইলে কিন্তু গভীর জলে পাবি না আর তল,
অকূলে তোর ভেসে যাবে জীবন তরীর বল।
সাহস নিয়ে বেয়ে যা তুই তরীখানা তোর,
দ্যাখ চেয়ে ওই পুবে আলো হয়ে এলো ভোর।
সুখের দুঃখের জোয়ার ভাটায় লক্ষ্য রাখিস দিক
সব অবস্থায় রাজি থাকিস সূর্য উঠবে ঠিক।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।