কবিতায় মোঃ আব্দুল রহমান

প্রেমের ধূসর নিঃশ্বাস
পাশে ভাঙা ল্যাম্পপোস্টের আলোয়
দপ করে জ্বলে উঠল প্রিয়তমার বিবর্ণ মুখ
অনুভূতির গন্ধে নিস্তেজ উষ্ণতা মাখা
ছড়িয়ে গেল ভাঙা হৃদয়ের কোনায় কোনায়।
উচ্চারিত হল না শেষ আওয়াজ
হেঁসেলের গল্পরা কাঁদছে—
নকশা করা কাঁথায় ভালোবাসার সেলাই
নিশীথে আঁধখানা চাঁদের আলোয় পুড়ছে,
ডোবায় চক চক করছে রূপালি মাছের সতীত্ব, এখনও
খুঁজে পায়নি পিপাসিত পরিণয়ের প্রেমিক,
জলের গভীরে মাপতে পারেনি সে প্রেমের গভীরতা
একাকি বইছে কেবল ধূসর নিঃশ্বাস!