কবিতায় পদ্মা-যমুনা তে মারুফ আহমেদ নয়ন

বিষন্ন চন্দ্র ফসিল
পৃথিবী ধ্বংস হলে ভালবাসা দিও। মিশে যেও মহাজাগতিক শূণ্যতায়।
প্রেমে অস্তিত্ব শূন্য হয়েছি। গ্রহাণুর সঙ্গে পৃথিবীর বিবাদে ধ্বংস হবে সবকিছু।
ঘটবে অতিনবতারার মহা বিস্ফোরণ ও সূর্য রশ্নির ঝড়ে পাতার মত উড়বে ভূ-মন্ডল।
উদগীরণ শেষে আগ্নেয়গিরির জ্বালা মুখ প্রবাহিত করবে লাভার নদী। একা জীবন
ধারণ করবে জলশূকর। সর্বশেষ প্রাণীর জীবাশ্ম। তুমি আমাকে ছেড়ে যাবার পরে
বিরহের ভূ-কম্পন ছড়িয়ে পড়েছে। সমুদ্রে ফেটে পড়েছে মিথেনের স্তর। সবকিছু
ধ্বংসের পরে, নেমে এলে ভিনগ্রহী এলিয়েন, তাদের সাথে হবে ভাবের আদান-প্রদান।
বিকিরিত আলোর ফোয়ারা, শব্দ কম্পাঙ্কের উওর, ইউএফওর এর রহস্যময় ঘাত
চিনিনি। জেনেছি, তোমাকে ভালবেসে মৃত্যু হবে। মহাপ্রলয়ের পরে তোমার কপালে
এঁকে দেবো, বিষন্ন চন্দ্র ফসিল।