কবিতায় পদ্মা-যমুনা তে মাহফুজ আল-হোসেন

চতুর্দশপদী কবিপাখি
অনুসমর্থিত জেনেও চেনা গান কণ্ঠে রোচেনি,
উপেক্ষার দগ্ধ প্রহরে ভাসে প্রিয়তির মুখচ্ছবি।
তবুও ঐশ্বর্যময় অপূর্ণতায় আচ্ছন্ন সেই কবি ।
হ্যালোজেন জ্বেলেও বুঝিবা আঁধার ঘোচেনি!
পাখিটাও ভীষণ ক্লান্ত এড়াতে শিকারীর তীর,
স্বপ্ন দেখাবে বলে সেও নির্ঘুম রাত্রি দ্বিপ্রহরে।
মুহুর্তেই বক্ষ বিদীর্ণ তার ব্যাধের বিষাক্ত শরে,
পড়ে রইলো নিষ্প্রাণ দেহ আর রক্তাক্ত শির!!
পাথরে চুঁইয়ে প’ড়ে সে রক্ত মিশে যায় জলে,
পাহাড় -মাঠ কাঁপিয়ে ছুটে চলে ঝর্ণা ধারায়।
গেয়ে ওঠে সুকণ্ঠে -শুনে স্রোতার মন হারায়,
সে দরাজ কণ্ঠের বুলন্দ আওয়াজ কি বলে?
কবিই পাখি না পাখিটা কবি মাহফুজ জানে;
সে সুলুকে আর নাই কাজ সুরটাই মন টানে…