কবিতায় মনোজ আচার্য

অখণ্ড প্রেম
মনে কর আমি একটা পাহাড়!
পৃথিবীর একটা প্রান্তে টানটান হয়ে
দাঁড়িয়ে আছি অনন্ত কাল ধরে
মনে কর তুই এক প্রবহমান ঝরনা
আমার শরীর চুঁইয়ে পড়া এক
অনুভূতির চিরন্তন সাক্ষী …
মনে কর আমাকে জড়িয়ে থাকা
আঁকা বাঁকা রাস্তাগুলো তোর প্রেম
সেদিন আকাশে কালো মেঘের তাণ্ডব
চুরমাচুর করা পাগল বাতাসের শাসানি
আমার শরীর খসে পড়ে আবার
তোর পথ অবরুদ্ধ হয় তোলপাড় হোস তুই
তোর প্রেম আমার ভগ্নাংশগুলোকে
আঁকড়ে ধরে রাখতে চায় আপ্রাণ..
আকাশ শান্ত হয় মাঝরাতে।
তুই আবার বইতে থাকিস আমায় ছুঁয়ে ছুঁয়ে
আমি আবার উজ্জীবিত হই তোর কলকল শব্দে
আবার সূর্য ওঠে, পাখীরা ভৈরবী ধরে
একটা অখণ্ড উপন্যাস রচিত হয়
আবার তোর আমার..