কবিতায় মনোজ আচার্য

আষাঢ়ে গল্প
এখনও কোথাও কোথাও মুষলধারে বৃষ্টি হয়
ভিজে যায় আমগাছ, কাঁঠালপাতা, ঘাসের মঞ্চ
আর ভিজে যায় জামার কলার, শাড়ির আঁচল, ছাতার ছাউনি
এখনও কোথাও কোথাও মেঘছাড়াই বৃষ্টি হয়
ভিজে যায় হাড়মোড়া বুকের খাঁচা, চশমিক চোখের পাতা,
নরম সোহাগী বালিশ
আর ভিজে যায় জমাট অভিমান, রামধনু প্রেম, উদাস মনের উঠোন
এখনও কোথাও কোথাও ঝড় আসে
ভেঙ্গে যায় সাতপাকের ছাতনাতলা
রূপোর সিঁদুর কৌটো গোছানো সংসার
আর উড়ে যায় চোখ বন্ধের ভরসা
আলমারির তাক তাক শাড়ি,
আয়নায় এঁটে রাখা টিপ,
জামার বোতাম
আর স্তব্ধ হয়ে যায় অন্য রিংটোন
টুকরো খুনটুসি আর চেনা ডাকনাম।