হৈচৈ কবিতায় মোঃ মনিরুল আলম

কে বড়ো
ধনে ঞ্জানে বড়ো হলেই
হয় না মানুষ বড়ো,
সুন্দর মন না থাকলে
হয় না কেহ বড়ো।
কর্মগুনেই মানুষ বড়ো
ছোটো হয় কর্মদোষে,
ভালো ভালো কর্ম কর
থাকবে না কো বসে।
অর্থবানের অর্থ আছে
হৃদয়বানের হৃদয়,
মানুষ যারা তারাই তো দেয়
মনুষ্যত্বের পরিচয়।
বড়ো হওয়া বিশ্বমাঝে
সহজ কথা নয়;
বড়ো হতে গেলে আগে
ছোটো হতেই হয়।