প্রতিটি মানুষের জীবনে একজন শিক্ষক থাকে। আমার জীবনেও ঠিক তেমনি এক জন শিক্ষক আমার মা। যার জন্য আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি। সেই জম্ম থেকে শুরু করে আজ পর্যন্ত মা আমার জন্য অনেক ত্যাগ কষ্ট স্বীকার করেছেন। মা একটা ছোট শব্দ! কিন্তু তাঁর ছায়াতলে আশ্রয় নিলে অনেক ভালো লাগে যা অনেক দামি এসি ফ্যানের চেয়েও দামী। আজ আমি কিছু লেখি, তাতে আমার মায়ের অবদান অনস্বীকার্য। তিনি তো আমার জীবনের প্রথম শিক্ষক। আজ এই জীবনের যে পর্যায়ে দাঁড়িয়ে তাঁর জন্য মায়ের অবদান অপরিসীম।
বছর দশেক আগে আমার একটা অপরোশন হয়েছিল। সারা রাত মা নামাজের জানাজায় আল্লাহ কাছে আমার জন্য দোয়া করছিলো।
এই বিষয়টি আমার বাবা আমাকে একদিন গল্পের ফাঁকে বলেছিলেন। আজ বাবা পরকালের যাত্রী। তিনি যেখানে আছেন ভালো থাকবেন এই দোয়া করি।
আজ বিশ্ব শিক্ষক দিবসে সকল শ্রদ্ধেয় শিক্ষদের আমার মনের অন্তস্থল থেকে বুক ভরা ভালোবাসা। সবাই সুস্থ নিরাপদ ও ভালো থাকবেন।