কবিতায় কালিদাস ভদ্র

রং
তুমি স্বর্ণচাঁপা কুড়িয়ে
মুখ তুলে তাকালে আমার দিকে
হলুদ বিকেল উচাটন হয়
সন্ধ্যার সিঁড়িতে এসে
দাঁড়ায় তৃতীয়ার চাঁদ
প্রেমলিপি হাতে কদমের ডাল
হাওয়ার নরম বুকে ওড়ায়
আজন্ম প্রেমের গান
তোমার চোখের তারায়
ফোটে সহস্র নিযুত অরব কথা
স্বর্ণচাঁপার গন্ধে নারীও
ল্যান্ডস্কেপ জুড়ে বৃক্ষ হয়
প্রেমিক হয়
সেদিনের সেই প্রথম প্রেমের পরশ
বুকের ভেতরে অজস্র
শাখা প্রশাখা মেলে
দাঁড়িয়ে শ্রীরাধার মতো একা
প্রথম সে প্রেম জীবনের দিকে চেয়ে থাকে আজও
শ্রীরাধা চোখে
শ্রীরাধা চিনি না—