সাতেপাঁচে আজ কুমারেশ তেওয়ারী

মনপাখি
ময়ূরের ছবি আঁকতে গিয়ে দেখি ভুলেই গেছি কেমন দেখতে ময়ূর! ভুলে গেছি তার চোখ ঠোঁট আর শরীরী গড়ন। তার নখরের প্রকৃত আকার যা দিয়ে নিমেষে সাপের বিষাক্ত ফণা ন্যাতানো ন্যাকড়া।
ময়ূরের ছবি আঁকতে গিয়ে বাঁশি আঁকি শ্যামসুন্দরের। আঁকতেই সাতটি ছিদ্রপথের থেকে বের হয়ে আসে সাতটি ময়ূর। তাদের নাচের থেকে ঝরে পড়ে থাকে তিলত্তমা বন নদী আর পাহাড়ের মহুল উদ্ভাস। একটি ব্রহ্মাণ্ড গলে গলে মিশে যেতে থাকে সেই সাতটি ময়ূরের নাচের ভেতরে। সপ্তর্ষিমণ্ডল থেকে এই দৃশ্য দেখতে দেখতে বষিষ্ঠ, অরুন্ধতির গলায় পরিয়ে দেয় নক্ষত্রফুলের মালা।