• Uncategorized
  • 0

মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪২
বিষয় – সম্পর্কের টান / পরকীয়া / মুখোশ

বাঁধনহারা সম্পর্ক

সম্পর্কের টান আজ বড়ই শিথিল
নিত্য শিউলির মত ভূমিতে লুটায়
পদপিষ্ট তালগোল পাকানো রক্তাক্ত দলা
যেন লাঙলের ফলা বিদীর্ণ ভূমি বক্ষ,
পড়ে আছে একাকী বিরাট ক্ষত বুকে
সম্পর্কের নিবিড় বাঁধন গেছে সব চুকে
মুহুর্মুহু খাবি খায় ডাঙায় তোলা মাছ
থরের বক্ষে তীব্র দহনের আঁচ,
প্রত্যহ প্রহর গোনে মৃত্যুর অপেক্ষায়
হৃদয়ের বাঁধন সব ছিঁড়ে গেছে হায়!
শুষ্ক বুকে নিয়ে তপ্তবালুকা রাশি
এক পশলা বৃষ্টির আশায় দিবানিশি
বিবর্ণ পান্ডুর মুখে শুধু চায়।
অহরহ ডানা ঝাপটায় একটু রসের আশায়
একদিন ছিল হৃদয়ের অটুট বাঁধন,
আকাশ ভরা অসংখ্য তারা জ্বলা রাত
ছিল তার মিষ্টি মাধুর্য সাথ
ছিল ভালোবাসার শক্তপোক্ত ছাদ
যেন আগুনে গলানো সোনা নিখাদ
ঐক্যের গান ছিল মুখে মুখে
ভালো-মন্দ মিশে বাস ছিল সুখে।
সমষ্টির স্বার্থে ছিল কর্মের ব্যস্ততা
শাসনে বারণে ছিল সবার অবাধ অধিকার
বাঁধনহারা সম্পর্কে আজ কে কাহার?
ছিল না পরশ্রীকাতরতার এত বাড়াবাড়ি
কথায় কথায় দিত না কেউ এত আড়ি,
আপনত্বের গাঢ় সম্পর্ক ছিল শোভাময়
অদম্য উৎসাহ উদ্দাম চেতনা় যেন দীপ্তিময়।
সব আজ বিশ্বায়নের একলা চলো নীতিতে বিশ্বাসী
অথৈ সাগরের তরঙ্গে সম্পর্ক যায় ভাসি
হাজারো মানুষের ভিড়ে সম্পর্ক কেঁদে মরে
বিরাট বিশ্বে শুধু স্বার্থ একা জেগে রয়
আঁধার জীবনে তপ্ত বাতাস কেবলই বয়,
বাঁধন হারা মন অসহায় যন্ত্রণায় উল্কার মতো
খসে পড়ে অবিরাম অবিরত।
অসহায় শূন্য হৃদয়ে বাজে পূরবীর বীণ
ছিন্ন বীণায় সুসম্পর্কের সুর বড়োই ক্ষীণ।
ভাঙা সম্পর্কের ফাটলে ফাটলে শুধুই দীর্ঘশ্বাস
অশ্রু ঝরায় বিড়ম্বিত জীবনের আশ্বাস
তবুও সম্পর্ক গড়ে আবার আশা ভালোবাসায়।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।