মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৬৭
বিষয় – মাতৃভাষা

ওগো আমার মাতৃভাষা

ওগো মাতৃভাষা তুমি আমার মায়ের মুখের বুলি
তাইতো তোমায় দিয়েছি মাতৃভাষা নাম,
স্নেহময়ী মায়ের মত মিষ্টি মধুর মমতায় জড়ানো জননীর আদৃত বুকেই দেখেছি তোমার ধাম।

জন্মের পর প্রথম শুনেছি মধুমাখা বোল মায়ের মুখে
আবেগে উচ্ছাসে ঝরেছো পরিজনের কাছে,
আমার যত ভাবনা চিন্তা স্বপ্নের শত শত সৌধ
সবেতেই রক্তের মতো মিশে আছো হৃদয় মাঝে।

তুমি ঠিক আমার দেহের ক্রমবৃদ্ধির মতো
আছো সহজাত সংস্কারে স্বতঃসিদ্ধ স্পন্দনে,
মাতৃদুগ্ধ সম অমৃত স্বাদ পাই শুধু তোমাতেই
আমার জ্ঞান উন্মেষে পেয়েছি জীবন গঠনে।

তোমার সাথে আমার আজন্ম নাড়ির টান
আমার সুখের বাসরে তোমার নিত্য আনাগোনা
শিক্ষা-দীক্ষায় পূজা পার্বণের খুশির ইশারাতে
কাঠবিড়ালির পায়ে হেঁটে হেঁটে দূর করো বেদনা।

তোমার কোমল হাত ধরে যুগে যুগে কত নম্বর রত্ন লিখে গেছেন কারুকার্যখচিত রত্ন সম সাহিত্য,
হেম-নবীন-মধু-বঙ্কিম-রবি-নজরুল-শরৎ-তারা-মানিক- বিভূতি আরো কত আলোক ছড়ায় নিত্য।

কালে কালে কত না সংকোচন-প্রসারণ রূপান্তর
নদীর মতো বাঁকে বাঁকে যুগে যুগে বিবর্তন,
আঞ্চলিক সমাজ কথ্য চলিত সাধু নানা বৈচিত্র্যে
চর্চাপদ বৈষ্ণব শাক্ত শিবায়ন মঙ্গল সাহিত্য রচন।

দেহকান্তি তোমার লাবণ্যময় হীরক দ্যুতিসম
গদ্যপদ্য গল্প উপন্যাস নাটক প্রবন্ধ জীবনস্মৃতি অপূর্ব রূপের বাহার দেখে আঁখি মোর ঝলসিত
সমাজ সংস্কার অনুশাসনে নব নব রীতিনীতি।

বাঙালি জাতির রক্ষাকবচ রূপে অতন্দ্র প্রহরী মানুষের মনন শিল্প-সংস্কৃতির ধারক-বাহক,
ভাব বিনিময়ে শ্রোতা বক্তার একমাত্র সিঁড়ি তুমিই
ইচ্ছা-অনিচ্ছা ভালো-মন্দ ভালোবাসার পূরক।

প্রাণের চেয়েও অধিক ভালবেসে তোমায়
বরকত রফিক জব্বার সালাম দিল অকাতরে প্রাণ,
বুকের তাজা রক্ত ঢেলে শহীদ হয়ে রেখেছে তাঁরা
আন্তর্জাতিক মান উন্নয়নে তোমার সম্মান।

তবুও তোমাকে নিয়ে আজ কত না খিস্তি-খেউড়
পরানুকরণপ্রিযতায়় বাঙালি যত‌ই মাতুক বিদেশীতে, আমার সত্তায় থাকবে চির উজ্জ্বল ধ্রুবতারা হয়ে
অহংকারে রাখবো তোমায় রেখে হাত হাতে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।