মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০৫
বিষয় – শিক্ষক দিবস

শিক্ষক দিবসের সার্থকতা

ধ্বস্ত মানবিকতার মলিন মুখ
অন্ধকারে ডুবে যেতে যেতে—–
প্রাণপণে করি চিৎকার।
ধারক আমি, সমূহ ধারণার সাম্য চাই।
চাই শিক্ষা, সংস্কৃতি,ঐতিহ্যের গৌরবগাথা।

জানি সুখের শয্যা নয় এ জীবন,
চিরকালীন দুঃখের অতল জলধিও নয়,
আছে বাধা-বিপত্তি, নিয়মের চোখ রাঙানি
বিশ্ব উষ্ণায়নের তপ্ত ধরণীতে আজ
সততার জল সংকট বাড়ছে দিন দিন।

তবুও অনন্ত ভালোবাসার পথেই হাঁটবো।
স্বীয় উপলব্ধি, অনুভব, অভিজ্ঞতায়,
ছড়িয়ে দেবো সবুজের স্নিগ্ধ অভ্যূদয়।
সহনশীল সহৃদয়তা,মমতা জড়ানো বাক্
সৌম্য,মধুর ব্যক্তিত্বে আশা আমার তালগাছ।

উৎসাহ, উদ্যম, উদ্দীপনা প্রেরণা
অন্ধকার গলি পেরিয়ে আলোকমুখী।
প্রাণময়তার পরম পাথেয়——
আত্মিকতার নিবিড় বন্ধন শিশিরের মতো
ছুঁয়ে থাকার ঘ্রাণে ঋদ্ধ, ঋজু, সুসম্পর্ক।

আদর্শ কাণ্ডারীর মানবিক মনন বৈঠায়
শিক্ষা- তরীতে মানববোধ, মানবকল্যাণের
স্রোতে ভাসাতে এসো হাত ধরি সবাই।
চাই একটা আস্ত আলোড়ন, প্রস্তুতি ঘরে ঘরে,
ত্যাগ-তিতিক্ষা, নিষ্ঠা, সততার ঐক্যসুর।

কোমল প্রাণে প্রাণময়তার ছন্দ জাগিয়ে
সর্বাঙ্গীণ খাঁটি মানুষের লক্ষ্যে,
পুণ্য লগনের দু’চোখে আঁকি দৃপ্ত ছবি।
বৃত্তময় প্রেমের পবিত্র ঘনিষ্ঠতায়
লব্ধ শিক্ষক দিবসের সার্থকতা।

Spread the love

You may also like...

error: Content is protected !!