• Uncategorized
  • 0

মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার 

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৪
বিষয় – বেঁচে থাকাটাই আজ উৎসব / অশনিসংকেত / বিহু উৎসব

এ কোন্ অশনিসংকেত?

গোটা পৃথিবী আজ কঠিন ব্যাধির শিকার
আশা আতঙ্কে কাটছে সবার দিন,
শতকে শতকে মহামারীর কথা শুনেছি কত
দেখেনি তো কভু এমন দুর্দিন।
পৃথিবীতে লাখে লাখে আক্রান্ত মানুষ
লাগাম ছাড়া সংক্রমন যে দিনে রাতে,
মুহূমুর্হু মরছে মানুষ হাসপাতালে
আত্মীয় স্বজন কেউ নেই তার সাথে।
ঘন ঘন মৃত্যু মিছিল ঢেউয়ের মতো
একাকী ভেসে চলে আপন খেয়ালে,
চরম সংকট সামনে অক্সিজেন বিনে
শবের সংখ্যা বাড়ে আপনার তালে।
হাহাকার আর আর্তনাদে বিদীর্ণ বক্ষ
মুমূর্ষু প্রাণের কান্না পশে শ্রবনে,
সারি সারি শব শুয়ে লাশকাটা ঘরে
কে সাজাবে তারে ফুলে চন্দনে?
জ্বলছে গণচিতা লেলিহান শিখায়
যন্ত্রের খননে চলছে গণকবর,
এত মৃত্যু এত হাহাকার সয় না আর
প্রান আনচান করে শুনতে জয়ের খবর।
দীর্ঘ দিনের অক্লান্ত শ্রমে এসেছে ভ্যাকসিন
সত্যতা যাচাইয়ের দ্বন্দ্ব তবু মনে,
টিকাতেও সংক্রমন রোধ হাতের বাইরে
ব্যাধির ভয়াবহে প্রশ্ন জাগে ক্ষণে।
এত প্রয়াস এত সাবধানতা সত্ত্বেও
কমে না যে মৃত্যুর সংখ্যা কোনো ক্ষণে,
বিপন্নতা আজ কেন এত ভয়ঙ্কর
এ কোন্ অশনিসংকেত আনলো জীবনে?
ঈশান কোণে জমাট ঘন কালো মেঘ
প্রলয়বেগে ছুটছে দিকবিদিকহীন বাতাস,
ভয়ে নিস্পন্দ মানুষ পশু পাখি সব
এর‌ই মাঝে কালবৈশাখী দেয় পূর্বাভাস।
তেমনি কি ভয়াল ভাইরাসের রক্তচক্ষু
অমানবিক মনে ভ্রুকুটির পরিহাস!
যে মানুষের জন্য গড়া এই ধরণী
সেই মানুষই আজ এনেছে তার সর্বনাশ।
তাই কি ভীষণ ভয়াল রূপের আত্মপ্রকাশ?
অশনিসংকেতে কি সেই ধ্বংসের আভাস?
প্রবৃত্তিতাড়িত মানুষ নির্মম নিষ্ঠুর
প্রতিশোধেই মানুষের আজ এই রুদ্ধশ্বাস।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।