মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭৪
বিষয় – সরস্বতী পূজা

মাগো বীণাপাণি

হে মা শ্বেতপদ্মাসনা বিদ্যাদায়িনী বীণাপাণি
তুমি শুভ্র বসন পরিহিতা ত্রিজগতে আবির্ভূতা, আদ্যাশক্তি সর্বশক্তির উৎস সবর্ত্র পূজিতা,
হিন্দু ধর্মের বৈদিক দেবী তুমি মা সরস্বতী।

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি
তোমার পূজা করার মুখ্য রীতি।
সর্বসিদ্ধি প্রদায়িনী তুমি জ্ঞানদায়িনী সরস্বতী
তুমি কল্যাণী শান্তিবিধায়িনী বিদ্যার অধিষ্ঠাত্রী।

প্রাচীন ঋকবেদে তোমার প্রথম উপস্থিতি
দ্বৈত অর্থে তুমি সেথায় নদীরূপা সরস্বতী,
অন্যদিকে দেবীরূপে তুমি জগৎ সৃষ্টির আদি
জগৎ স্রষ্টা ব্রহ্মের বাক্ রূপে তুমি মা বাগদেবী।

বীনার সুর লহরী হাতে ধরো তাই তুমি বীণাপাণি
বিষ্ণুর পত্নী রূপে গঙ্গার অভিশপ্তা সরস্বতী নদী,
বৈদিক জ্যোতি রূপা তুমি সূর্যাগ্নি সাদৃশা,
তোমার তেজ তাপে চৈতন্যে মুছে অমানিশা।

জ্ঞান চেতনা দাত্রী তুমি মাগো সরস্বতী
নানা জনে গায় তোমার নানা জন্ম গীতি।
পুরাণে ত্রিদেবের অন্যতম ব্রহ্মার মুখনিঃসৃতা,
সকল সৌন্দর্য দীপ্তির উৎসব উদ্ভাসিতা।

মার্কন্ডেয় পুরাণে তুমি শুম্ভ-নিশুম্ভ বধে কল্পিতা
অষ্টভূজা মূর্তি তোমার মহাসরস্বতী।
শঙ্খ চক্র হল বাণ,কার্মূক মুষল শূল ঘন্টা
আট হাতে অষ্ট অস্ত্রে তুমি মা সজ্জিতা।

মোহদুষ্ট শুম্ভকে তুমি করেছো অদ্বৈত জ্ঞান দান,
বৌদ্ধ জৈনে পূজিতা তুমি গান্ধারে প্রমাণ।
প্রাচীনকালের রূপের শেষে আধুনিককালে
হংসবাহনা দ্বিভূজা তুমি বিশালাক্ষি কোমললোচনে।

শুভ্র বর্ণা মাগো তুমি শুদ্ধতা পবিত্রতার প্রতীক
তুমিই জ্ঞান বিদ্যা বুদ্ধি বল প্রদায়িনী সারদা,
শিল্পকলা সংগীত বাণী বাদ্যে তুমি মা বরদা,
ব্যক্তি সমাজ জাতির কল্যাণে তুমি মা কল্যাণী।

মাঠে ময়দানে ক্লাবে শিক্ষায়তনে তুমি পূজিতা
ভাবুক মনীষীর চোখে তুমি নিত্য উদ্ভাসিতা,
তুমিই মা জ্ঞানের শুভ্র আলোর প্রতিমা,
শক্তিরূপিণী মাগো তুমি মানবমুক্তির গরিমা।

হে মা কুলপ্রিয়া পলাশপ্রিয়া বিদ্যাদায়িনী
তোমার পূজায় ভক্তি ভরে করি আরাধনা,
মনের অন্ধকার মুছে দাও জ্ঞান বিদ্যা আলো,
করজোড়ে প্রার্থণা তাই জ্ঞানের আশিষ ঢালো।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।