মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭০
বিষয় – অকাল বর্ষণ/সাধ পূরণ/চোরাবালি
চাই না কিছু আর
এই জীবনে চেয়েছি যা পেয়েছি তার সব
চাই না কিছুই আর,
যদি পাই দুঃখ আরো ক্ষতি নেই
বইবো বোঝা তার।
ছোট্ট প্রানের ছোট্ট আশা আকাঙ্খা
অতি সাধারণ নগন্য আমি,
যা পেয়েছি সবটুকু তার মিলেমিশে
অমূল্য অক্ষয় দামি।
মাতা-পিতা ভাই বোনের স্নেহ প্রীতি
আদর সোহাগ ভালোবাসা,
মিলেমিশে সুখে দুঃখে পাশে থেকে
সামান্যতেই পুরেছে আশা।
চাইনি কভু বিলাসবহুল বাড়ি গাড়ি
জাঁকজমকী প্রাসাদ অট্টালিকা,
বিশ্বপিতার অসীম কৃপায় ধন্য হয়ে
স্বর্গ আমার ধরার মৃত্তিকা।
অতি তুচ্ছেও পান করেছি জীবনের অমৃতরস
মিষ্টি-মধুর জীবনের স্বাদ,
অল্পতেই তুষ্ট জীবন কানায় কানায় পূর্ণ
পাওয়া-না পাওয়ায় করিনি বিবাদ।
স্বামী সংসার সন্তান পরিবার আত্মীয়স্বজন
পাড়া-পড়শি নিয়ে জীবন আমার,
বন্ধুবান্ধব প্রতি প্রত্যেকের ভালোবাসার আনন্দে
সাধ্য সাধনের মেলবন্ধনে বাহার।
সুখের মাঝে দুঃখ আছে দিন-রাত্রির মতো
ভালোর পাশে মন্দ যেমন,
দুঃখ তাই সুখের ভাবে সমান আমার কাছে
কষ্ট আমার নেই আর তেমন।
কষ্টে বরং অভিজ্ঞতার সিঁড়ি বেয়ে বেয়ে
নিজেকে জেনে-বুঝে নিয়েছি ভালো,
শোকে ব্যথায় মুর্ছা যায় না আর তাই
অনুভবে মেনেছি তার কালো।
চলার পথে যখন ঝড় এসেছে ধেয়ে
শক্ত পায়ে দাঁড়িয়েছি মনের জোরে,
ঝরেছে অঝোরে অশ্রু যখন দু’গাল বেয়ে
প্রাণভরে ঠাঁই নিয়েছি পরম পিতার দোরে।
জীবনের সকল সাধ পূরণ হয়েছে আজ
থাক না যা-কিছু রইল বাকি,
পাইনি যা হিসাব কষিনি কখনো তার
তৃপ্তির পূর্ণতায় খুলেছি জ্ঞান-আঁখি।