মার্গে অনন্য সম্মান কুমার সব্যসাচী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০৭
বিষয় – মহালয়া

আশ্বিনের শারদ প্রাতে

শিউলি আর কাশের বন হয়েছে মুখরিত,
মহালয়ার পুণ্যলগ্নে শারদরশ্মি আলোড়িত।
মৌমাছি দুইবেলায় খোঁজ নিয়ে যায়,
সারাদিন উড়ে শেষে মানতে লতায়।
কেও ব্যস্ত কাজে নদীতে পিতৃতর্পণে,
কেও বা সাধনায় মত্ত জীবন-দরপণে।
ওই যে বেতারযন্ত্রে ধ্বনিত ভোরের বেলায়,
মা দুর্গা যেন আবির্ভূতা বিরূপাক্ষের গলায়।
বোধনের কিছুদিন পরে কৃষ্ণপক্ষে শুরু,
পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষে নতুন তরু।
কৈলাশ থেকে উমা আসেন হিমালয়ের ধরাধামে,
মানস সরোবর থেকে দোলা অশ্ব গজ নৌকা থামে।
মহিষাসুরমর্দ্দিণী দেবী সদা হন ভুবন মোহিনী,
পুজো আরম্ভ হয় একসাথে সিংহ-বাহিনী।
জয়ের সঙ্গীত ধ্বনিছে সপ্তলোকের প্রাঙ্গণে,
শুভ সূচনা দিঙমণ্ডল পূর্ণ সবার অঙ্গনে।
প্রার্থনা করে যেন থাকো সবাই ভালো,
আজীবন ফুটে উঠুক মানবজীবনে আলো।
বিশ্বমানবহৃয় জাগ্রত সৌভ্রাতৃত্বের টানে,
মহান আলয় সমৃদ্ধ হোক মনুষ্য হৃদয় স্থানে।

Spread the love

You may also like...

error: Content is protected !!