মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৫৯
বিষয় – অপ্রত্যাশিত / মহরম / রাখী বন্ধন

যুগে যুগে রাখীবন্ধন

যুগে যুগে ‘রাখীবন্ধন’ পবিত্র সম্পর্কের প্রতীক
পুরান ইতিহাস পাই তার সাক্ষ্য প্রমাণ,
সময়-স্রোতে বিচিত্র রূপ-রস-গন্ধ মিশে
নবরূপে আজো রাখীবন্ধনের গুরুত্ব সমান।
স্নেহের নিবিড় সম্পর্কের রক্ষাকবচ রাখী
রাখীবন্ধন রূপ পুণ্য উৎসবের উল্লেখ শাস্ত্রে,
পুরাণ মতে ত্রেতায় রামচন্দ্রের হাতে বানরসেনার
সম্রাট হুমায়ুনকে কর্ণবতীর রাখীবন্ধন চিতোরে।
মহাভারতে দ্রৌপদীর ছিন্নাঞ্চলে রাখী কৃষ্ণকে
যমুনার রাখীবন্ধন ভাই যমকে রক্ষার তরে,
বিষ্ণুপত্নী লক্ষ্মী রাখী পরান রাজা বলিকে
সন্তোষীর রাখী শুভ লাভের হাতে ঝলমল করে।
ইতিহাসে আলেকজাণ্ডারপত্নীর রাখী পুরুর তরে
স্বদেশী যুগে রবি ঠাকুরের রাখীবন্ধন পালন,
জাতি-ধর্ম-বর্ণ-ভাষা নির্বিশেষে জাতীয় ঐক্যে
ভ্রাতৃত্ববোধের অটুট চেতনায় উৎসব রাখীবন্ধন।
ব্রিটিশ ভারতে বঙ্গ ব্যবচ্ছেদের বিরোধীতায়
জাতীয় ঐক্যের প্রতীকী রাখীবন্ধন তাৎপর্যময়,
হিন্দু মুসলিম প্রাণের নিবিড়তায় সবাই ভাই ভাই
এই বন্ধন ছিন্ন করা কোনো শক্তিরই সম্ভব নয়।

বঙ্গভঙ্গ রদে হলুদ সুতোর শপথে সব বাঙালির
মাতৃভূমির ঐক্য রক্ষায় অন্তরে জাতীয়তাবোধ,
১৬ইঅক্টোবর শোকদিবস পালে অরন্ধন, হরতালে
রাখীবন্ধনের সুদৃঢ় ভ্রাতৃত্ববোধে বঙ্গভঙ্গের রোধ।

সম্প্রীতির ভাবোদ্যোতক গান রচেন বিশ্বকবি
জাগালেন বাঙালির অন্তরের জাতীয় চেতনা,
সংকীর্ণ গৃহাঙ্গন ছেড়ে স্বদেশের শৃঙ্খল মোচনে
রাখীবন্ধনে পূর্ণ বাঙালির ঐকান্তিক মিলন বাসনা।
যুগ পরিবেশে রাখীবন্ধন ক্রমে ক্রমে বিবর্তিত
অর্থব্যাপ্তিতে তার সীমা থেকে অসীমে যাত্রা,
বিভেদের বিরোধিতায় প্রতীকী প্রতিবাদে
সৌভ্রাতৃত্ব, মৈত্রীতে রাখীবন্ধনের ভিন্ন মাত্রা।
বছর বছর নব অনুরাগে আসে রাখীবন্ধন
ফিরে যায় সময়ের স্রোতে ভেসে ভেসে,
আজ তার হৃদয়ের বাণী বিবর্ণতায় মলিন
পড়ে আছে আয়োজনের জমাটি জৌলুসে।
দেশের সর্বত্র আন্তরিকতাহীন আজ অশান্ত পরিবেশ
ঘটছে হিংসা খুন-জখম ধর্ষণের পৈশাচিক ঘটনা,
রাখীবন্ধনের পুণ্য লগ্নে দেশের একতা রক্ষায়
এসো কবির স্মরণে বিশ্বভ্রাতৃত্ববোধে জাগাই চেতনা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।