সাপ্তাহিক ধারাবাহিকে কুণাল রায় (পর্ব – ২৩)

শ্রীমদ্ভগবদ্গীতা :

অক্ষর ব্রহ্ম যোগ : অষ্টম অধ্যায় : অন্তিম পর্ব :

ভগবান অর্জুনকে বললেন এই সংসারে সব কিছুই পরিবর্তনশীল। কিন্তু তাঁকে প্রাপ্ত করলে এই মৃত্যুলোকে আর ফিরে আসতে হয় না। এক মাত্র অনন্য ও অনাবিল ভক্তি স্রোতের দ্বারা তাঁকে প্রাপ্ত করা সম্ভব।

 তিনি আরো বলেন তাঁর সখাকে যে সহস্র যুগে ব্রহ্মার এক দিবস ও এক নিশির আবির্ভাব ঘটে।যে ব্যাক্তি এই সত্য সম্পর্কে অবগত তিনি পরম শ্রেয়। ব্রহ্মার রাত্রি আগমনে এই জীবলোক লুপ্ত হয় এবং দিবস কালে এই জীব জগৎ পুনরায় আপন আঁখি উন্মেলিত করে।
জীব মূলত দুটি মার্গের দ্বারা এই পার্থিব লোক ত্যাগ করেন। এক শুক্ল ও অপরটি কৃষ্ণ। শুক্ল পক্ষে দেহত্যাগ করলে এই ধরাতে ফিরে আসতে হয় না। কিন্তু কৃষ্ণ পক্ষে এই জড়া দেহ পরিত্যাগ করলে তাঁকে পুনরায় ফিরে আসতে হয়। সুকর্মের অধিকারী হয়ে, চন্দ্রলোকে সুখ ভোগ করবার পশ্চাতে তাঁকে ফিরে আসতে হয়। অন্যদিকে “অক্ষর” এক বিশেষ তাৎপর্য বহন করে। ভগবান বললেন যে ব্যক্তি তাঁর সকল কায়া, ক্লেশ ও মোহ পরিত্যাগ করে তাঁর পরম ধাম বৈকুণ্ঠ প্রাপ্ত করেন, তিনি পরম ভাগ্যবান। তিনি তাঁর পরম প্রিয়। তিনি আর এই ধরায় ফিরে আসেন না।
তাই ভগবান অর্জুনকে এই বসুন্ধরার সকল মায়া পরিহার করবার উপদেশ দিলেন। সকল শুভ কাজ – পূজা , যজ্ঞ, দান, ধ্যান প্রভৃতি ভক্তি মার্গ অবলম্বন করে করলে ঈশ্বর পরম প্রসন্ন হন। তিনি ভগবানের পরম কৃপা ও সান্নিধ্য লাভ করেন। এই জীবন স্বার্থক রূপে বিবেচিত হয়।
সমাপ্ত
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।