কবিতায় কুণাল রায়

খড়ি
ছোট্ট মেয়ে খড়ি,
মায়ের ইচ্ছে,
করল বিয়ে বড়লোককে,
পুড়ল কপাল তার,
শ্বাশুড়ি মায়ের মুখঝামটা,
দুর্ব্যবহার!
কিন্তু অসীম তার ক্ষমতা,
আত্মবিশ্বাস অটল!
ফাঁটা ছাদের নীচে,
ছিল সে,
আপন পিত্রালয়ে,
পড়ত জল টপ টপ করে,
তবু ছিল মুখে হাসি!
ভাঙা মেঝের ওপর,
ছিল নিয়ে সকলকে,
আমোদে,
আহ্লাদে।
কিন্তু আজ এক পরীক্ষা!
নিচ্ছে ঈশ্বর তার,
নিচ্ছে সমাজ তার,
নিচ্ছে আপন মন,
কেমন করে পারবে সে?
নিভিয়ে দিতে –
এই যন্ত্রণার অনল!!