কবিতায় পদ্মা-যমুনা তে কাজী রাশেদ

ভালোবাসা কারে কয়!!!
ভালোবাসার মানে কোনদিন জানা হয় না,
উষ্ণতার মানেটাও কখনো কখনো অজানাই
থেকে যায়, হঠাৎ করেই কারো প্রিয় একটু স্পর্শ,
শরীরে এমন শিহরণ জাগায়, মনে হয় অনন্ত
সময় ধরে সেই উষ্ণতা, সেই ভালো লাগা, মনের
গভীরে দাগ কেটে যাওয়া, এক গভীর আশ্লেষ।।
কখনো কখনো কাউকে এতো ভালো লেগে যায়,
মনের গভীরে সমস্ত সত্তায় সজনে ডালের মতো
দুলতে থাকে ভালো লাগা, ভালোবাসা। মনে হয়
চির বরণীয় এক স্বপ্ন, এক আবেগ, এক দু:খ,
এক আনন্দের দুখ জাগানিয়া বিষন্নতার স্মৃতি।।
মনে হয় কোন এক ঘুম জাগানিয়া প্রিয়,
অনেককালের ওপার হতে এক মুঠো রোদ
নিয়ে শীতের সকালে শিয়রে এসে দাঁড়িয়ে
আমাকে গান শুনিয়ে জাগিয়ে তোলে, ভালো লাগার পরশ বুলিয়ে বলে, ভালো আছো তো!!