কবিতায় কৌস্তভ রায়

পোস্টম্যান
আমার পাড়ায় যে পোস্টম্যান ঘুরে বেড়ায়,
তার শরীরময় চিঠির গন্ধ।
তার পোশাকের পকেট থেকে,
অনেক রকম গল্প বেড়োয়।
সে সব গল্প শীতের অলস বিকেলে,
তার সাথে সাইকেল চড়ে ঘুরে বেড়ায়,
এ বাড়ি থেকে ও বাড়ি –
তোমার পাড়া থেকে আমার পাড়া।
আমি বাড়ির ছাদে বসে দেখতে পাচ্ছি,
সেই সব গল্প পড়বে বলে।
আকাশের নিচে অপেক্ষায় কত মানুষ।