হৈচৈ ছড়ায় কুণাল রায়

ছুটি
ছুটি পড়েছে গরমের,
এসেছে খোকা গ্রামে,
নিজের শিকড় খুঁজতে,
তাঁকে ভালোবাসতে!
গ্রামের লাল মাটি,
আজও বড় আপন ওর,
সন্ধ্যে নামতেই ঝিঁঝির ডাক,
তৈরি করে এক রহস্য,
ভেদ করতে যা –
বেড়িয়ে পড়ে অবলীলায়!
ছুটির বিকেল ,
ভীষণ প্রিয়,
সবুজ মাঠে,
খেলে বন্ধুদের সাথে!
নিমতেজ সূর্যের আলো মেখে,
ফিরে আসে বাসায়,
দিনের শেষে।
ছুটে যায় দিদিমার কোলে,
শুনতে শুধু গল্প,
যাতে আছে –
রাজা, রানী বা শাকচুন্নী!
দিন পোহালো,
শেষ হল ছুটির মেয়াদ,
ফিরে যাওয়া আবার –
সেই ইট পাটের জঙ্গলে,
শহুরে আমেজে!
তাই মন ভাল নেই খোকার!
ফিরে তাকায় বারবার,
যেতে যে বড়ই অনীহা তার,
তবু যেতে হবে –
নেই কোন বিকল্প!
বলে গেল মনে মনে,
ফিরে আসব তোমারই কোলে,
আজ নয় তাই!
কাল বা পরশু,
যেন তোমারই দেখা পাই !!