কবিতায় কুণাল রায়

নিদ্রা
পড়ন্ত বিকেল ,
এক মাধুর্যসিক্ত অনুভূতি,
সূর্যদেব পশ্চিম আকাশে ঢলে পড়েছে,
রাত্রির আগমন-
নিশ্চিত করতে!
দক্ষিণের বাতাস,
আজ যে বড় মনোরম,
শীতল করে এই মনপ্রাণ,
জন্ম দেয় এক প্রেম,
ভিন্ন তার ছায়া।
অলিন্দে ছিলাম একা,
সঙ্গীহীন!
পাখিরাও ফিরে গেছে আপন কুলায়,
আকাশে শুধু এক ফালি হলুদ চাঁদ,
সাথী তারারা:
নেমে এলাম আমি!
থেমে গেছে শঙ্খধ্বনি,
নিভে গেছে প্রদীপের শিখা!
পড়ে রয়েছে খালি বিছানা,
চায় সে আমার কায়া!
নিদ্রায় আঁখি দুটি মুদিত আজ,
শয়ন অনিবার্য!
আকাশ, বাতাস ঘুমন্ত
আমিও আজ!
তবে-
নিদ্রা দেবী অস্বীকার করে ছেড়ে যেতে,
প্রভাতের আলো ফুটলেও!
অনন্ত সাগরে দিয়েছি পাড়ি,
চিরনিদ্রায় নিদ্রিত আমি!
চিরন্তন সেই অনুভূতি,
মহাকালের গর্ভে একটু একটু করে,
সমর্পণ করেছি আমি!
মায়ামুক্ত আজ আমি!
জানিয়েছি বিদায়-
এই বসুন্ধরাকে,
যা ছিল সুন্দর,
যা ছিল কোমল,
যা ছিল মধুর!!