বাবার স্বপ্ন ছিল,
মেয়ে এক মস্তবড় খেলোয়াড় হবে,
কঠোর সাধনায় পরিণতি পেয়েছিল,
তার স্বপ্ন সেদিন!
কিন্তু বিধাতার ছিল অন্য ইচ্ছে,
বাড়ির চাপে বসতে হল,
বিয়ের পিঁড়িতে!
শুরু হল এক অন্য খেলা,
ভেঙ্গে গুঁড়িয়ে গেল টুম্পা!
কটু বাক্যে দিন যাপন,
তবুও বুকে একরাশ ইচ্ছে,
চোখে শুধুই এক মুঠো স্বপ্ন,
বড় হওয়ার!
দিন যেতে থাকে,
রাত নামতে থাকে,
গ্রামের বুকে,
ষড়যন্ত্রের শিকার হয়ে সে,
দগ্ধ হয়ে তার অস্তিত্ব!
তবুও চলতে থাকে জীবনের,
এই প্রবহমান নদী!
বাবার ইচ্ছের ডানা আরেকবার উড়িয়ে দিতে,
সামনে আসে ছোট মেয়ে ঝুম্পা,
বাড়িয়ে দেয় হাত সে,
সুদূর আকাশের দিকে,
এক টুকরো আলো বন্দি হয়ে,
নিবিড় আঁধারের মাঝে!
দিদির প্রতিরূপ সে আজ:
নেই কোন আক্ষেপ,
নেই কোন গ্লানি,
আছে শুধুই এক সঙ্কল্প,
থেমে যেন না যায়-
তার এই বিজয় রথ!!