কবিতায় কুণাল রায়

তবু ফিরে এসো
নীরবে দূরে তুমি আজ,
চলে গেছ বহুদিন আগে,
আমায় ছেড়ে,
একা, সম্বলহীন,
অসহায় কিছুটা!
দিন কেটেছে,
কেটেছে রাত,
একাকী,
নির্জনে!
পেয়েছি অনেক,
হারিয়েছি বহুকিছু,
তোমাকে,
বাবাকে,
কাছের মানুষকে!
যুগে যুগে
ঈশ্বর পাঠিয়েছে
তাঁর প্রতিনিধি!
তাই জানাই তাঁকে,
বারংবার এক প্রার্থনা,
ফিরিয়ে দাও মা কে আমার,
জুড়ে ছিল যে আমার জীবনকে!
জানি –
এ প্রকৃতি বিরুদ্ধ,
দৈব অভিলাষ বিরুদ্ধ,
তবু ফিরে দাও,
তবু ফিরে এসো তুমি,
আমার কাছে।
যেখানে নেই যন্ত্রণা,
যেখানে নেই অসুখ,
যেখানে নেই মলিনতা!!