কবিতায় কুণাল রায়

দেবতার জন্ম
চলেছিলাম এক সীমাহীন পথ ধরে,
এক অনিশ্চিত গন্তব্যের দিকে,
চারিদিকে তখন কচি সবুজ পাতার সমারহের মাঝে,
দিবাকর তাঁর এক নিরন্তর খেলায় মত্ত!
পদব্রজে আমি একা,
আজ আর নেই কোনো সখা ,
নেই কোনো কাছের মানুষ!
হঠাৎ এক বটবৃক্ষের নীচে পড়ে থাকা –
এক ছোট্ট নুড়ি পাথর,
দৃষ্টি আকর্ষণ করে মোর!
অশ্রুসিক্ত নয়নে নিস্তব্ধে অগ্রসর হলাম,
নীরবে –
অবহেলিত রূপে থাকা নুড়িটিকে,
সযত্নে –
এক কোমল স্পর্শের বিনিময়ে,
আশ্রয় দিলাম—-
মোর পানিতে।
প্রতিষ্ঠিত হল মোর মানবিক চেতনায়,
দর্প চূর্ণ—
পরমেশ্বরের এক পার্থিব প্রয়াস,
দেবত্বে উত্তীর্ণ হয়ে,
জন্ম হল এক নবীন দেবতার!!