ভ্যালেন্টাইনস স্পেশাল এ কুণাল রায়

প্রেম, প্রণয়, ভালোবাসা – কিছু কথা, কিছু আবেগ!

 

Did you ever notice this? The answer may be tinged with countless opinions. 14 February. Valentine’s Day.
এক নির্ভেজাল ভালোবাসার দিবস। প্রেমের সোনার তরীতে ভেসে যাওয়া এক অচিন দেশে। বহু প্রেমিক দেখেছি। বহু প্রেমের সাতকাহন শুনেছি। কিন্তু ভগবান শ্রী কৃষ্ণের মত সাহসী প্রেমিক কি দেখেছি কখনও? এক কথায় না। ভগবানের প্রেম শ্রী রাধিকার প্রতি এক চিরন্তন সত্য। এক দৈব স্পর্শ। বৃন্দাবনে লীলা। নৌকা বিহারে একে অপরের কাছে আসা। প্রশ্বাস অনুভব করা। অনুরাগের ছোঁয়া। প্রেম রসে সিক্ত দুই হৃদয় জন্ম দেয় এক নতুন পরিভাষা। অথচ কত পবিত্র। কত স্বচ্ছ। কত নির্ভীক। কত শাশ্বত। কত হৃদয় হরণকারী। আজকের দিনে দাঁড়িয়ে মূল্যায়ন করা কতটা সম্ভব বা যুক্তি সংগত জানা নেই। তোমরা হয়ত প্রশ্ন করতেই পার, ” হঠাৎ এই প্রসঙ্গ কেন? ” এই যুগের ছেলে হয়ে কেন এই চিন্তা পোষণ করি বারংবার ! উত্তর জানা নেই। তবে যদি বলতেই হয়, এ কথাই বলব: প্রেম এক সামগ্রিক অনুভূতি। এক সম্পূর্ণ চেতনার স্নিগ্ধ বিকাশ। তাই উৎসকে উপেক্ষা করে সম্ভব নয়, আমি মনে করি!
If the Lord is present in each and every particle of the cosmos, love too resides with all its pristine purity! তবে এই একটা দিনই ভালোবাসার দিবস নয়। প্রতিটি দিনই ভালোলাগার দিন, ভালোবাসার দিন। প্রণয়ের উষ্ণ ধারায় সিক্ত হওয়া। তাই নীল দিগন্তের ওপারে রয়েছে তোমার মনের মানুষ। আকাশের সাদা মেঘের মাঝে ফুটে উঠেছে তার মুখ। গোধূলি লগ্নে রয়েছে তারই এক অনবদ্য উপস্থিতি। বলতে বাঁধা নেই এই শুভক্ষণে ঈশ্বর, প্রেম, বাঁশি, সুর, গোলাপ, চোখের চাউনি, মুখের হাসি – সব মিলে মিশে এক হয়ে গেছে! তবে সৌন্দর্যের আড়ালে রয়েছে কাঁটা -তাই বুঝে পা! ভালো থাকুন। আর চুটিয়ে প্রেম করুন !!

HAPPY VALENTINE’S DAY

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।