T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় কুণাল রায়
by
·
Published
· Updated
চড়ুইভাতি
হালকা শীতের আমেজ,
নরম রৌদ্রের আলো মেখে,
গিয়েছিলাম সেদিন কজন মিলে,
করতে বনভোজন!
সামনে বইছে শান্ত নদী-
কুলুকুলু শব্দে,
জুড়িয়ে গেল এই প্রাণমন!
চারপাশের প্রকৃতি,
সৃষ্টি করে মায়াকানন!
আনন্দে, উল্লাসে,
বিহ্বল সকলের মন।
আমোদ,
প্রমোদ,
খেলায়,
অছিলায়,
কেটে গেল সময় কিছু!
দুপুরের নিস্তব্দ আগমন,
জানান দেয় ভুঁড়ি ভোজনের –
সাত কাহন!
সেরে দুপুরের পালা,
ফেরার ঘড়ির আনাগোনা,
মন খারাপের পালা শুরু!
সাঁতার কাটা,
বল খেলা,
দোলনা চড়া,
হৈ চৈ পেছনে ফেলে,
চললাম সকলে,
শহরের পানে!
লুকিয়ে যেখানে-
শব্দ,
কোলাহল!
সুখ যেন ক্ষনিকের:
বুঝেছিলাম সকলে সেদিন,
উপলব্ধির প্রাঙ্গণে,
বুনেছিলাম এক ভিন্ন মেদিনী!!