রবি ঠাকুরের নামঙ্কনে,
জন্মনিল এক নবীন প্রাণ,
নবনীতা!
সৃষ্টির জগতে বাড়িয়ে দিল তাঁর হাত,
একটু একটু করে,
প্রকাশ পেল তাঁর অনন্য প্রতিভার ধারা,
ছন্দে, লিপিতে, অনুভূতিতে,
সমৃদ্ধ হল এই জগৎ কায়া!
প্রাপ্ত করল এক ভিন্ন সুর-
যার মূর্ছনায়,
আপ্লুত এই সত্ত্বা,
এই চেতনা!
সেই তুমি নবনীতা,
ধারণ করলে আপন পরিচিতি,
বসে রইলে প্রতিদিনের বারান্দায়,
নীরবে,
নিভৃতে,
অব্যাহত তোমার রচনা,
যা মোহিত করেছে বারংবার আমায়,
যা প্রশান্ত করেছে চঞ্চল ছায়া,
যা মননে জাগিয়েছে এক প্রেমের জোয়ার!
ভূষিত অনন্য সম্মানে,
করতালিতে মুখরিত এই বাতাবরণ,
ভক্তবৃন্দের ভক্তিরসে,
সিক্ত তোমার কায়া!
অমৃতবাসিনী তুমি আজ,
তবুও রেখেছ মননে এক ছাপ!
অব্যয়,
অব্যক্ত,
অধরা যা আজ!!