রবীন্দ্র জয়ন্তী স্পেশাল – এ কুণাল রায়

২৫শের প্রভাতে,
এই শুভ লগ্নে
নেমে এলে তুমি,
সকলের মাঝে,
সকলের হৃদয় জুড়ে
আজও আছ তুমি
একই ভাবে,
যেমন ছিল শতবর্ষ পূর্বে।

তোমার স্নিগ্ধ কিরণের ছটায়,
উদ্ভুদ্ধ এই মানবজাতি,
তোমার পাদপদ্ম এ
অর্পিত কুসুম,
সুবাস ছড়ায়ে চতুর্দিকে!
নৃত্যগীতে বয়ে যায় দিবস,
সমৃদ্ধ হই সর্বক্ষণ!

বৃহৎ সৃজন সাগরের
রাজপুত্র তুমি,
রচিত হল –
কাব্য, গল্প, উপন্যাস –
শ্বাশত!
কালের প্রতিবন্ধকতাকে
উপেক্ষা করে,
হয়ে উঠলে কালজয়ী!
সেই রবি ঠাকুর তুমি,
প্রাণের রবি,
মনের ঠাকুর,
বিশ্বের মহামানব!!

Spread the love

You may also like...

error: Content is protected !!