সাপ্তাহিক ধারাবাহিকে কুণাল রায় (পর্ব – ১৫)

শ্রীমদ্ভগবদ্গীতা – পঞ্চম অধ্যায়ঃ
কর্ম সন্ন্যাস যোগ: প্রথম পর্ব:
অর্জুন বললেন ভগবানকে যে কর্ম ত্যাগ ও কর্ম অনুষ্ঠানের মাঝে কোনটি শ্রেষ্ঠ সেই ব্যাপারে তাঁকে পরিষ্কার করে বলতে।
ভগবান বললেন দুটিই শ্রেষ্ঠ। তবে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। তিনি আরো বললেন যে কর্ম ফলের প্রতি কোন আখাংখা করেন না, সেই নিত্য সন্ন্যাস। এই প্রকার ব্যক্তি সকল কর্ম বন্ধন থেকে মুক্ত হন। কর্ম ও সাংখ্য যোগের মধ্যে যেকোনো একটি সুষ্ঠ মত পালন করলে, উভয়েরই ফল লাভ সম্ভব। এবং তিনিই তত্ত্বদ্রষ্টা! তাই যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করে। এই প্রকার মানুষ বিশুদ্ধ বুদ্ধির অধিকারী এবং জিতেন্দ্রিয়। তাই সকল কর্ম করেও, সকল কিছুর থেকে দূরে থাকতে সক্ষম হন।
ভগবান আরো বললেন যে তাঁর সকল কর্মের ফল ঈশ্বরের পায় সমর্পণ করে থাকে, তাঁকে পাপ স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। যোগীদের কাছে চিত্তশুদ্ধির এক বিশেষ স্থান রয়েছে। কর্মফলের সকল আসক্তি ত্যাগ করে কর্ম করে যান। এবং শান্তি লাভ করেন। কিন্তু এর বিপরীত হলে, কর্ম ফলে আবদ্ধ হতে হয়। প্রকৃত জ্ঞানী ব্যক্তি সবসময় মনে করেন তিনি নিজে কিছু করছেন না এবং কাউকে দিয়ে করানও না। তাই কর্মের ফলও সৃষ্টি করেন না।
তাই ঈশ্বর জীবের পাপ বা পুণ্য কিছুই গ্রহণ করেন না। জীবের জ্ঞান অজ্ঞান দ্বারা আবৃত থাকে। এবং জীব মোহাচ্ছন্ন হয় পড়ে!!