বিশ্ব এইডস দিবস আজ,
তবুও রয়েছে সংস্কার,
তবুও রয়েছে দূরত্ব,
তবুও বপন করেছে এক ভ্রান্ত ধারণা,
জন্ম দিয়েছে এক গ্লানি,
এক অজানা যন্ত্রণা,
এক পারস্পরিক দ্বন্দ,
ছিন্ন করেছে মহাপ্রাণের ঝংকার,
বিপন্ন করেছে মনুষ্যত্বের অধিকার,
গ্রাস করেছে মধ্য গগনের সূর্য!
শিক্ষার প্রয়োজনীয়তা সর্বত্র,
খণ্ডিত হোক সকল কুসংস্কার,
খণ্ডিত হোক সকল মননের আঁধার,
উদিত হোক সত্যের সূর্য,
মুছে যাক সকল মিথ্যা আজ,
এস আজ প্রাণের মাঝে,
মনের মাঝে,
চেতনার পবিত্র স্পর্শে-
হয়ে উঠুক প্রতিক্ষণ অনন্য।
থাকুক এই ব্যাধি কায়ার ওপারে আজ,
স্তব্ধ হোক মৃত্যুর অনিবার্য আহব্বান,
জীবনের মাঝে বিকশিত হোক জীবন,
ভালোবাসার মাঝে বেজে উঠুক,
এক জয়গান!
জানি অস্পৃশ্য নও তুমি,
তবুও বহিষ্কৃত কেন,
অজানা আজ!
তুমিও তো সৃষ্টিকর্তার সৃজন,
কেন তবু এই বৈষম্য,
কেন তবু এই ভেদাভেদ,
কেন এই ছন্নছাড়া মুহাপ্রাণের ন্যায়-
রূপান্তরিত তোমার এই অস্তিত্ব!
এক অটল বিশ্বাস-
জাগ্রত হবে এই মনুষ্যজাতি,
নির্মিত হবে এক নব অধ্যায়,
থাকবে না যেখানে ঘৃণা,
যেখানে উপেক্ষা,
যেখানে একাকীত্ব!!