প্রবাসী ছন্দে খসরু পারভেজ (বাংলাদেশ)

বৈশাখে তোমাকে
তোমাকে কী আর দিতে পারি, বলো
আমার দেয়া রেশমী চুড়ি, সবুজ ফিতা, পুঁতির মালা
লাল টিপ, ময়ুরকুণ্ঠী তাঁতের শাড়ি,
এসব একটি দিনও পরলে না তুমি!
আমার কাছে বৈশাখ মানেই তো আটপৌরে প্রেম
তোমার খোঁপায় পরিয়ে দেয়া পলাশের ফুল
গঞ্জের মেলা থেকে কিনে আনা এসব প্রাণের পসরা!
অনন্তিকা, কীসব পরো তুমি
টুইল টাফেটা গাউন, কুর্তি, স্কার্ট, লেহেঙ্গা
ডায়মন্ড নেকলেস, কর্ণপালি, কুইন্স ইয়ারিং
এসব পরলে তোমাকে বড্ড অচেনা মনে হয়
আবার তোমাকে পাঠালাম লাল পেড়ে হলুদ শাড়ি
বনফুলের মালা, শিমুল ফুলের চরণচূড়, ভেলভেট টিপ
আর আমার মায়ের রেখে যাওয়া রমণীশ্রী আলতা
এগুলোই পরে দেখো,কবিতার চেয়েও কত সুন্দর তুমি
এ বৈশাখে লাল টিপ পরে, আলতা পায়ে তুমি এসো
তোমার পায়ের ছাপে হেসে উঠুক আমার বাংলাদেশ।