প্রবাসী ছন্দে খসরু পারভেজ (বাংলাদেশ)

সন্ধ‍্যার সিঁড়িতে দাঁড়িয়ে

এখানেই থেকে যাও, ফিরে যেও না
এখানেই থাকো এই উজ্জয়নী সন্ধ্যায়
এখানেই মেলে ধরো মনের ওড়না
ভাঁজ খুলে দাও শাড়িতে লুকানো শরীরের সবটুকু
বন্ধুবাতাসে উড়িয়ে দাও মহানন্দা জীবন

এমন সন্ধ‍্যা কখনো আসবে না জেনো
মুখোমুখি বসে গল্প বলা চোখে চোখ রেখে
খুঁজে ফেরা এই মেঘদূত দিন
হৃদয়ের খুটিনাটি কফির পেয়ালায় টুংটাং
বেজে ওঠা জীবনের গান
এসো এখানেই পেতে দিই সুরের বিছানা
পেছনে পড়ে থাক রঙচিটে রান্নাঘর
থালাবাটিবাসনকোসনরাইসকুকার
সংসার-সংসার-বিলেরেস-রিলেরেস
আমাদের যত অক্ষমতা, বেদনার বোয়েমগুলো
এসো ছুঁড়ে ফেলে দিই ভুলের ভাগাড়ে

সবার নিজস্ব কৌটা থাকে
সে কৌটায় লুকানো থাকে অনেক গহনা
থাক, সেগুলো পড়ে থাক পুরনো ওয়াডড্রোবে
স্বার্থের তোরঙ ভরা খুচরো পয়সাগুলো
চোখের জল মোছা ময়লা রুমাল
স্মৃতির হ‍্যাঙ্গারে ঝুলানো থাক

মাছরাঙা পাখির মত নিবিড় হয়ে
আমার সমুদ্র দুচোখে তাকিয়ে থাকো
এসো, দুজনে চোখের চামচে তুলে আনি
অতলান্তে ডুবে থাকা প্রেম
এসো, কিছুটা ক্ষণ কবিতায় কবিতায় ভরে তুলি!

Spread the love

You may also like...

error: Content is protected !!