প্রবাসী মেলবন্ধনে কামরুন নাহার রুনু (আয়ারল্যান্ড)
by
·
Published
· Updated
জীবন নামতা
কনকনে শীতে ফ্যাকাশে মুখে তাকিয়ে থাকে
গুটিকয়েক অভিমানী পৃষ্ঠা
নেশায় টলছে জংধরা সব প্রশ্নোত্তরপর্ব
ভাবছি বোতলের জন্য ছিপি;নাকি ছিপির জন্য বোতল?
জলের নাভি ছুঁয়ে ভেসে যাচ্ছে প্রশ্নবোধক চিহ্ন
কুয়াশায় জড়ায় নাক-মুখ তথা বিভিন্ন অঙ্গ-ভঙ্গিমা
দেখো ডুবে যাচ্ছে বিকাল রাত্রির গভীরে!
…
ভোরের মুখচ্ছবি খুব উজ্জ্বল দেখায়
তারপর যতোই সময় গড়ায়
জীবনের বিজ্ঞাপনে মেকআপম্যানের কারুকাজে
চেহারা নিজস্বতা হারায়।
…
শুকনো পাতায়-
চালমুড়ি ভেজে হন্হন্ করে ছুটে চলে বাস
পাতার গোঙানি শব্দ কেউ শুনতে পায় না জানি
এসো পাতার স্পর্শে, ফুটন্ত ভাতের নামতা পড়ি।