প্রবাসী মেলবন্ধনে কল্লোল নন্দী (আটলান্টা) (পর্ব – ৬)

দৈনন্দিন – ৬

পার্থ বিরক্ত হয়ে বলল, মুরলি, সব জিনিষে ভেজাল – আর পারা যাচ্ছে না।
মুরলি মুচকি হেসে উত্তর দিল, খাঁটি জিনিষ কি সহ্য করতে পারবে? — যে মাথা গরম করছ।
– এটা কোন যুক্তি হল? – আমি যা দেখছি, তাই বললাম।
– তার মানে?
– এই যে সবাই মিলে বাজে কোয়ালিটির চাইনিজ প্রােডাক্ট, বাজে কোয়ালিটির চাইনিজ প্রােডাক্ট বলে চিৎকার চেঁচামেচি কর। একটা গুড কোয়ালিটি প্রােডাক্ট বাজারে ছাড়ল – তাে সারা পৃথিবী হিমশিম খাচ্ছে। তাই বলছিলাম, খাঁটি জিনিষ চাওয়ার আগে একবার ভেবে দেখ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *